শনিবার, ৩ জুলাই, ২০১০

নকিয়ার নতুন চমক! Nokia Booklet 3G মিনি ল্যাপটপ (আপডেট)

বিশ্বে প্রথম বারের মত সবচেয়ে জনপ্রিয় মোবাইল কোম্পানী নকিয়া তাদের তৈরী মিনি ল্যাপটপ বাজারে এনেছে। তারা তাদের তৈরী এই ল্যাপটপ টির নাম দিয়েছে “নকিয়া বুকলেট থ্রিজি [Nokia Booklet 3G]“। এই মিনি ল্যাপটপ টি বাজারে ছাড়ার মাধ্যমে নকিয়া কোম্পানী আরো একধাপ এগিয়ে গেল। নকিয়া মনে করছে তাদের মোবাইল ফোন গুলোর মত এই নকিয়া বুকলেট থ্রিজি মিনি ল্যাপটপ টি জনপ্রিয়তা অর্জন করবে।

চিত্রঃ নকিয়া বুকলেট থ্রিজি মিনি ল্যাপটপ।

এছাড়া নকিয়া কোম্পানী খুবই আশাবাদী তাদের এই মিনি ল্যাপটপ টি নিয়ে। তারা মনে করছে তারা মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপের বাজারটাও ধরতে পারবে। তারা আরো বলেছে একজন আধুনিক ল্যাপটপ ব্যবহারকারীর যা যা প্রোয়োজন তার প্রায় সবটুকুই এই মিনি ল্যাপটপ টি পূরন করবে। নকিয়া তাদের এই বুকলেট থ্রিজি মিনি ল্যাপটপ টি সাদা, কালো ও নীল এই তিনটি সুন্দর মনোরম রঙ এ নকশা করেছে।

চিত্রঃ তিনটি আকর্ষনীয় রঙ এ নকিয়া বুকলেট থ্রিজি

নকিয়া বুকলেট ৩জি এর ফিচার সমূহঃ

  • ১২ ঘন্টার ব্যাটারী লাইফ
  • উইন্ডোজ ৭ এবং ইন্টেল এটম প্রসেসর Z৫৩০, ১.৬ GHz
  • ১৯.৯ মি.মি. পাতলা এল্যুমিনিয়াম এর তৈরী
  • সাদা, কালো, নীল এই তিনটি ভিন্ন রঙ এর ডিজাইন
  • বিল্ট ইন WLAN এবং WWAN সক্রিয় যেকোন সময় যেকোন জায়গায় ইন্টারনেট এর সাথে সংযোগ করার জন্য WIFI ও সেলুলার নেটওয়ার্ক এর সাহায্যে
  • বিল্ট ইন মোবাইল সীম স্লট
  • থ্রিজি, জিপিএস, ব্লুটুথ
  • ওভি স্যুইট ২.০
  • Nokia Music for PC
  • ওভি ম্যাপস
  • নকিয়া সফটওয়্যার আপডেটার
  • সোশ্যাল হাব – keeps track of your social software feeds in one spot and serves as a SMS sender
  • মেমোরি র‌্যামঃ ১ জিবি ডিডিআর২, ৫৩৩ Mhz
  • হার্ডডিস্কঃ ১২০ জিবি, ১.৮ ইঞ্চি/৫mmH/সাটা, ৮ এম বি ক্যাশ, ৪২০০ আর পি এম
  • ডিসপ্লে ১০.১ ইঞ্চি, ১২৮০×৭২০ পিক্সেল, গ্লাস উইন্ডো
  • ব্যাটারি ১৬ সেল, ৫৬.৮ Wh, Li-Ion prismatic
  • ১ x HDMI পোর্ট
  • ৩ টি USB পোর্ট
  • ১ টি কার্ড রিডার স্লট
  • ১.৩ মেগা পিক্সেল front facing ক্যামেরা সাথে বিল্ট ইন মাইক্রোফোন

সফটওয়্যারঃ

  • অপারেটিং সিষ্টেমঃ উইন্ডোজ ৭ , হোম প্রিমিয়াম বা প্রোফেশনাল
  • এমএস অফিস স্মল বিজনেস ৬০ দিনের ট্রাল
  • এমএস ইন্টারনেট এক্সপ্লোরার ৮
  • হার্ডডিক্স নিরাপত্তার ইউটিলিটি, হট কী ইউটিলিটি, Knock কন্ট্রোল ইউটিলিটি, পাওয়ার প্রোফাইল স্যুইচার, ব্যাটারি লাইফ ইউটিলিটি
  • নকিয়া আপডেট ম্যানেজার
  • ওভি স্যুইট
  • ওভি ম্যাপস গ্যাজেট
  • স্যোসিয়াল হাব
  • F-Secure Internet Security ২০১০ ট্রায়াল

আরো বিস্তারিত ধারনা পাবার জন্য নিচের দুইটি ভিডিও দেখতে পারেনঃ

ভিডিওঃ একজন ব্যাবহারকারী প্রতিদিন কিভাবে ব্যাবহার করছেন

ভিডিওঃ নকিয়া বুকলেট 3G মিনি ল্যাপটপ এর ফিচার গুলো

নতুন সংযোজন

Amazon.co.uk তে Nokia Booklet 3G Mini Laptop With Windows 7 – Ice White ও Black এই মডেল দুটির মূল্য ধরা হয়েছে £698.97 পাউন্ড। অর্থাৎ যার মূল্য বাংলাদেশী টাকায় প্রায় ৮০,০০০ টাকার কাছা কাছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন