শনিবার, ৩ জুলাই, ২০১০

উইন্ডোজ ডেক্সটপ এর জন্য ফেইসবুকের কিছু প্রয়োজনীয় এপ্লিকেশন

ফেসবুক এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে । আর সেই সাথে এর ব্যবহারকে সহজ করার জন্য বিভিন্ন এপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে । এই পোষ্ট এ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব ঊইন্ডোজ ডেক্সটপের জন্য ফেইসবুকের কিছু প্রয়োজনীয় এপ্লিকেশনের সাথে। নিচে আমি একটি একটি করে এপ্লিকেশন গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছিঃ

১. ফেইসবুক ডেক্সটপঃ

screen

এটি এমন একটি এপ্লিকেশন যা আপনাকে রিয়েল টাইম আপডেট দিবে,ওয়াল পোষ্ট ও ম্যাসেজ দেখা এবং ফ্রেইন্ড রিকোয়েষ্ট পড়ার সুবিধা। এটি খুবই ভালো একটি এপ্লিকেশন।

২. ফেইসবুক ফটো আপলোডারঃ

mainwindow

এটি গুগোল কোডের ডেভেলোপ করা এমন একটি ছোট এপ্লিকেশন। যার মাধ্যমে আপনারা খুব সহজে সরাসরি ফটো বা ছবি আপলোড করতে পারবেন এবং আপলোডকৃত ছবিতে ট্যাগ যোগ করতে পারবেন। এটি খুব ভালো একটি এপ্লিকেশন না এবং এটাতে কিছু বাগ রয়েছে। কিন্তু এটির একটি জিনিস আমাকে খুবই আশ্চার্য করেছে। তা হলো এটি ব্যাবহার করা খুবই সহজ।

৩. ফেইসবুক নটিফাই ট্রেঃ

tray

যারা তাদের ডেক্সটপে ফেইসবুকের নটিফিকেশন গুলো পেতেচান তাদের জন্য হলো এই ছোট এপ্লিকেশনটি। এটি খুবই লাইট ওয়েট বা ছোট এপ্লিকেশন। এপ্লিকেশনটি চালু করার পর এটি আপনার উইন্ডোজ এর টাস্কবারে অবস্থান করবে ফেইসবুকের নটিফিকেশন গুলো আপনাকে দেখানোর জন্য।

৪. এফবি লুকঃ

app_1_7229743486_9504

এই এপ্লিকেশনটা খুবই উপকারী তাদের জন্য যারা মাইক্রোসফট আউটলুক ব্যাবহার করেন। এই এপ্লিকেশনটির সাহায্যে আপনারা সরাসরি ফেইসবুকের ওয়েব সাইটে না ঢুকেও আপনার স্ট্যাটাস আপডেট,নটিফিকেশন দেখা এবং রিকোয়েষ্ট সব কিছু করতে পারবেন মাইক্রোসফট আউটলুক দিয়ে আপনার ডেক্সটপে বসেই।

৫. এফবি কুইকঃ

2009-12-04_164201

যদি আপনারা এমন একটি স্টাইলিশ ও সুন্দর ডিজাইন এর এপ্লিকেশন চান যা দিয়ে আপনারা আপনাদের পিসিতে বসে ফেইসবুকের অনেক ফাংশন ব্যাবহার করতে পারবেন। তাহলে বলবো আপনারা এফবি কুইক এপ্লিকেশনটি ব্যাবহার করুন। কারন এটি আপনাদের প্রোফাইল নটিফিকেশন্স্‌ , ছবিতে ট্যাগ লাগানো, পোকস্‌ এবং ম্যাসেজ সুবিধা দিবে। কিন্তু এটি দিয়ে কোন কিছু আপডেট করা যায় না।

একদম ফ্রীতে ৬০০ এর বেশি ম্যাগাজিন পড়ুন অনলাইনে

আমরা প্রায় সবাই বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়ি । তবে আজকাল কাগজের ম্যাগাজিনের যায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে অনলাইন ম্যাগাজিনগুলো । আর অনেক কাগজের ম্যাগাজিনেরও অনলাইন ভার্ষন রয়েছে । আজ এমন একটি ওয়েব সাইট নিয়ে লিখব, যেখানে প্রায় ৬০০ এর বেশি ম্যাগাজিন পড়া যাবে অনলাইনে । MaggWire নামক দারুন একটি সাইট আপনাকে এই সুবিধা দিচ্ছে । Pc World, Wired, Forbes, Fortune, WebUser, Money, InStyle এর মত প্রায় সব জনপ্রিয় ম্যাগাজিন এখানে রয়েছে ।

2009-12-04_060359

Businees and News, Technology, Sports, Entertainment, Food and Dining, LifeStyle ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিনগুলোর বিভিন্ন আর্টিকেল । এছাড়াও প্রতিটি ক্যাটাগরিতে রয়েছে আরো কিছু সাব ক্যাটাগরি ।

2009-12-04_055849

এখান থেকে যে কোন আর্টিকেলের হেডলাইনে ক্লিক করে এটি পড়া যাবে । আর তাই এখনি চলে যান MaggWire এ এবং খুঁজে নিন আপনার পছন্দের ম্যাগাজিন

মোবাইল ফোন থেকে ব্রাউজিং সুবিধা যুক্ত করা হল বিজ্ঞান প্রযুক্তি.com এ

আজকাল অনেকেই মোবাইল ফোন থেকে বিভিন্ন ব্লগ ব্রাউজ করে। আর তাই বিজ্ঞান প্রযুক্তি.com এ যুক্ত করা হল মোবাইল ব্রাউজিং সুবিধা । এখন থেকে ইউনিকোড সাপোর্টেড যে কোন মোবাইল ফোন থেকে Opera Mini অথবা ডিফল্ট ব্রাউজার ব্যবহার করে বিজ্ঞান প্রযুক্তি.com ব্রাউজ করা যাবে ।

biggan projukti mobile

আপাতত যে মোবাইল টেমপ্লেটটি ব্যবহার করা হয়েছে তা খুব একটা উন্নত মানের নয় । তাই শুধুমাত্র প্রথম পাতায় থাকা সাম্প্রতিক পোস্ট সমূহ পড়া যাবে এবং মন্তব্য করা যাবে । তবে খুব শীঘ্রয়ই আরও অধিক সুবিধা যুক্ত করে নতুন টেমপ্লেট ডিজাইন করা হবে । এ সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে বিজ্ঞান প্রযুক্তি.com এর সাথেই থাকুন …

আপনার Usb Flash Drive এর জন্য ১০টি দারুন পোর্টেবল এপ্লিকেশন

অনেক সময় আত্নীয় স্বজন অথবা সাইবার ক্যাফেতে কম্পিউটার ব্যবহারের সময় প্রয়োজনীয় অনেক এপ্লিকেশন পাওয়া যায় না। সাইবার ক্যাফেতে বেশিরভাগ ক্ষেত্রে গেস্ট একাউন্ট দিয়ে ঢুকতে হয় যার ফলে কোন সফটওয়্যার ইন্সটল করা যায় না। আমার যখন কম্পিউটার ছিলনা তখন আমি নিজেও এ সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ফায়ারফক্স ইন্সটল করা থাকত না বলে বাধ্য হয়ে ইন্টারনেট এক্সপ্লোরার এর মত ফালতু ব্রাউজার ইউজ করা লাগতো। আপনারা যারা এই সমস্যায় আছেন তারা খুব সহজেই এর সমাধান করতে পারেন। এর জন্য আপনার শুধু দরকার হবে একটি ফ্ল্যাশ ড্রাইভ যাকে আমরা অনেকে পেন ড্রাইভও বলে থাকি। কম্পিউটার ব্যবহার কিংবা ইন্টারনেট সার্ফিং এর সময় আপনার প্রয়োজন হতে পারে এমন ১০টি পোর্টেবল সফটওয়্যার নিয়ে আজকে লিখব যেগুলো আপনি সহজেই আপনার পেন ড্রাইভে বহন এবং প্রয়োজনের সময় ইন্সটলেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন।

1. Portable Firefox

ফায়ারফক্স এর বিকল্প ফায়ারফক্স নিজেই। ইন্টারনেট এক্সপ্লোরার এর দিন শেষ হয়ে আসছে। কারো বাসায় বা সাইবার ক্যাফেতে ফ্ল্যাশ ড্রাইভে ইন্সটল করে নিয়ে যেতে পারেন পোর্টেবল ফায়ারফক্স এবং যখন যেখানে খুশি সাচ্ছন্দে ব্রাউজ করতে পারেন ইন্টারনেট।

2. Filezilla

ফ্রী এফটিপি সফটওয়্যার হিসাবে FileZilla অত্যন্ত জনপ্রিয়। এখন থেকে সাইবার ক্যাফে অথবা কারও বাসা থেকে পোর্টেবল FileZilla ব্যবহার করে FTP এক্সেস করতে পারবেন সহজেই।

3. Foxit PDF Reader

Foxit Reader সম্পর্কে আমার আগের পোস্টও লিখেছিলাম। অসাধারন এই এপ্লিকেশনটি ফ্ল্যাশ ড্রাইভে বহন করে PDF ফাইল ওপেন করুন আরও দ্রুততার সাথে যেখানে ইচ্ছা।

4. CDBurner XP

সাধারন সিডি বার্নিং এর কাজ করার জন্য বিশাল আকৃতির Nero CD Burner ইন্সটল করার কোন প্রয়োজন নেই। CDBurner XP ব্যবহার করে সিস্টেমের উপর কোন চাপ না ফেলে সহজেই সিডি বার্ন করুন ঘরে অথবা বাইরে।

5. CCleaner

পিসি থেকে ময়লা আবজর্না মানে ও প্রয়োজনীয় ফাইল পরিস্কার করতে এর জুড়ি নেই। এটি ব্যবহার করে সাইবার ক্যাফের কচ্ছপ গতির পিসিটিকে হয়ত একটু ফাস্ট করে দিতে পারবেন।

6. Revo Uninstaller

এটি ব্যবহার করে যে কোন সফটয়্যার সম্পূর্নরুপে আনইন্সটল করতে পারবেন। এর সাহায্যে সফটওয়্যার এর রেজিস্ট্রি এন্ট্রিগুলোও মুছে ফেলতে পারবেন যা পিসিকে গতিসম্পন্ন করতে সহায়ক।

7. Pidgin

যারা Pidgin ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার এর ভক্ত তারা এর পোর্টেবল ভার্শনটিও ব্যবহার করতে পারেন।

8. Notepad++

নোটপ্যাড++ নোটপ্যাডের মতই তবে আরও কিছু বেশি ফিচার সমৃদ্ধ। সাধারন কাজ অথবা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে এটি দারুন সুবিধাজনক।

9. Faststone Capture

স্ক্রীনক্যাপচারিং টুল হিসাবে Faststone Capture এক কথায় অসাধারন। এর দারুন কিছু ফিচার এর কারনে এটি শুধুমাত্র একটি স্ক্রীনক্যাপচারিং টুলই নয় বরং একই সাথে ইমেজ এডিটর ও।

0. VLC Player

প্রায় সব ধরনের মিডিয়া ফাইল চলে বলে vlc মিডিয়া প্লেয়ার যথেস্ট জনপ্রিয়। এর পোর্টেবল ভার্শন বহন করে ফ্ল্যাশ ড্রাইভে বহন করে অন্য কারও পিসিতেও সব ধরনের মিডিয়া ফাইল চালাতে পারবেন ঝামেলামুক্ত ভাবে।

নকিয়ার নতুন চমক! Nokia Booklet 3G মিনি ল্যাপটপ (আপডেট)

বিশ্বে প্রথম বারের মত সবচেয়ে জনপ্রিয় মোবাইল কোম্পানী নকিয়া তাদের তৈরী মিনি ল্যাপটপ বাজারে এনেছে। তারা তাদের তৈরী এই ল্যাপটপ টির নাম দিয়েছে “নকিয়া বুকলেট থ্রিজি [Nokia Booklet 3G]“। এই মিনি ল্যাপটপ টি বাজারে ছাড়ার মাধ্যমে নকিয়া কোম্পানী আরো একধাপ এগিয়ে গেল। নকিয়া মনে করছে তাদের মোবাইল ফোন গুলোর মত এই নকিয়া বুকলেট থ্রিজি মিনি ল্যাপটপ টি জনপ্রিয়তা অর্জন করবে।

চিত্রঃ নকিয়া বুকলেট থ্রিজি মিনি ল্যাপটপ।

এছাড়া নকিয়া কোম্পানী খুবই আশাবাদী তাদের এই মিনি ল্যাপটপ টি নিয়ে। তারা মনে করছে তারা মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপের বাজারটাও ধরতে পারবে। তারা আরো বলেছে একজন আধুনিক ল্যাপটপ ব্যবহারকারীর যা যা প্রোয়োজন তার প্রায় সবটুকুই এই মিনি ল্যাপটপ টি পূরন করবে। নকিয়া তাদের এই বুকলেট থ্রিজি মিনি ল্যাপটপ টি সাদা, কালো ও নীল এই তিনটি সুন্দর মনোরম রঙ এ নকশা করেছে।

চিত্রঃ তিনটি আকর্ষনীয় রঙ এ নকিয়া বুকলেট থ্রিজি

নকিয়া বুকলেট ৩জি এর ফিচার সমূহঃ

  • ১২ ঘন্টার ব্যাটারী লাইফ
  • উইন্ডোজ ৭ এবং ইন্টেল এটম প্রসেসর Z৫৩০, ১.৬ GHz
  • ১৯.৯ মি.মি. পাতলা এল্যুমিনিয়াম এর তৈরী
  • সাদা, কালো, নীল এই তিনটি ভিন্ন রঙ এর ডিজাইন
  • বিল্ট ইন WLAN এবং WWAN সক্রিয় যেকোন সময় যেকোন জায়গায় ইন্টারনেট এর সাথে সংযোগ করার জন্য WIFI ও সেলুলার নেটওয়ার্ক এর সাহায্যে
  • বিল্ট ইন মোবাইল সীম স্লট
  • থ্রিজি, জিপিএস, ব্লুটুথ
  • ওভি স্যুইট ২.০
  • Nokia Music for PC
  • ওভি ম্যাপস
  • নকিয়া সফটওয়্যার আপডেটার
  • সোশ্যাল হাব – keeps track of your social software feeds in one spot and serves as a SMS sender
  • মেমোরি র‌্যামঃ ১ জিবি ডিডিআর২, ৫৩৩ Mhz
  • হার্ডডিস্কঃ ১২০ জিবি, ১.৮ ইঞ্চি/৫mmH/সাটা, ৮ এম বি ক্যাশ, ৪২০০ আর পি এম
  • ডিসপ্লে ১০.১ ইঞ্চি, ১২৮০×৭২০ পিক্সেল, গ্লাস উইন্ডো
  • ব্যাটারি ১৬ সেল, ৫৬.৮ Wh, Li-Ion prismatic
  • ১ x HDMI পোর্ট
  • ৩ টি USB পোর্ট
  • ১ টি কার্ড রিডার স্লট
  • ১.৩ মেগা পিক্সেল front facing ক্যামেরা সাথে বিল্ট ইন মাইক্রোফোন

সফটওয়্যারঃ

  • অপারেটিং সিষ্টেমঃ উইন্ডোজ ৭ , হোম প্রিমিয়াম বা প্রোফেশনাল
  • এমএস অফিস স্মল বিজনেস ৬০ দিনের ট্রাল
  • এমএস ইন্টারনেট এক্সপ্লোরার ৮
  • হার্ডডিক্স নিরাপত্তার ইউটিলিটি, হট কী ইউটিলিটি, Knock কন্ট্রোল ইউটিলিটি, পাওয়ার প্রোফাইল স্যুইচার, ব্যাটারি লাইফ ইউটিলিটি
  • নকিয়া আপডেট ম্যানেজার
  • ওভি স্যুইট
  • ওভি ম্যাপস গ্যাজেট
  • স্যোসিয়াল হাব
  • F-Secure Internet Security ২০১০ ট্রায়াল

আরো বিস্তারিত ধারনা পাবার জন্য নিচের দুইটি ভিডিও দেখতে পারেনঃ

ভিডিওঃ একজন ব্যাবহারকারী প্রতিদিন কিভাবে ব্যাবহার করছেন

ভিডিওঃ নকিয়া বুকলেট 3G মিনি ল্যাপটপ এর ফিচার গুলো

নতুন সংযোজন

Amazon.co.uk তে Nokia Booklet 3G Mini Laptop With Windows 7 – Ice White ও Black এই মডেল দুটির মূল্য ধরা হয়েছে £698.97 পাউন্ড। অর্থাৎ যার মূল্য বাংলাদেশী টাকায় প্রায় ৮০,০০০ টাকার কাছা কাছি।

বিদ্যুৎ বিহীন ট্র্যানজিসটার রেডিও তৈরির কৌশল

ইদানিং নতুন কিছু F.M Radio স্টেশন চালু হওয়ার কারনে রেডিও এর জনপ্রিয়তা আবার বৃদ্ধি পেয়েছে। আপনিও ইচ্ছা করলে খুব সহজেই এমন একটি রেডিও তৈরি করতে পারেন। রেডিওর প্রধানত দুটি অংশ থাকে। প্রথমটি হল প্রেরক অংশ যেখান থেকে শব্দ ইত্যাদি পাঠানো হয়। কেউ গান গাইলে বা কথা বললে সেই শব্দকে এক বিশেষ প্রক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ চৌম্বিক(Electro magnatic) তরঙ্গে পরিণত করে বাতাসে ছাড়িয়ে দেওয়া এই অংশের কাজ।এই কাজটি বিভিন্ন বেতার কেন্দ্র (Radio Station) করে থাকে। দ্বিতীয় অংশে বাড়িতে এরিয়ালে এই তরঙ্গ ধরে তাকে গ্রাহকযন্ত্রের সাহায্যে শব্দে পরিণত করা হয়। আর এই শব্দই আমরা শুনে থাকি। ইচ্ছে করলে আমরাও একটি ছোট গ্রাহকযন্ত্র (Radio Receiver ) তৈরি করে গান-বাজনা শুনতে পরি। বলা বাহুল্য এই গ্রাহকযন্ত্রর জন্য কোন প্রকার বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে না।

FM Radio without power

এই ট্র্যানজিসটার রেডিও সার্কিটটি ট্র্যানজিসটারের সবচেয়ে সহজতম সার্কিট। এই সার্কিটে একটিমাত্র কয়েল ব্যবহার করা হয়েছে এবং সেটি বাজারে প্রচলিত যেকোনো স্ট্যান্ডার্ড মিডিয়াম ওয়েভ কয়েল। ভেরিয়েবল কেপাসিটরটি ০.০০০৫ গভফ এবং অপর কেপাসিটরটি ০.০০২ গভফ এর। এই সেটটিতে আর্থ ও এরিয়াল প্রয়োজন। ট্র্যানজিসটারে কালেকটার, বেস ও এমিটার এই নামবিশিষ্ট তিনটি তার থাকে। যে তারটির নিকটে ট্র্যানজিসটারের গায়ে লাল ফুটা অথবা ত্রিভুজের মতো চিনহ দেওয়া থাকে সেই তারটির নাম কালেকটার, মধ্যের তারটির নাম বেস এবং শেষেরটি এমিটার।

গঠন-পদ্ধতি:

চিত্রের মত করে পার্টস গুলো বসান। এখানে ব্যবহ্রত ট্র্যানজিসটারে এমিটারের পাটির কোন কানেকশান হবে না। আর্থ বাসার পানির কলের সাথে লাগিয়ে দিন।

সেটটি তৈরি হয়ে যাবার পর আর্থ ও এরিয়াল লাগিয়ে ভেরিয়েবল কেপাসিটারটির নব ঘোরালেই শব্দ শোন যাবে।

প্রয়োজনীয় পার্টসের তালিকা:

. Transister 251377(Hitachi) ———1pc.

. Variable Capacitor 0.0005 Mfd — 1pc.

.Ceramic Capacitor 0.0002 Mfd —- 1pc.

. Medium wave antenna coil ———1pc.

. Head phone 2000 ohms impedance –1pc.

. Knob ————————————–1pc.

. Tagstrips 6 Pole————————–2pc.

Connecting wire (flexiable or hook up

কম ইন্টারনেট স্পীডেও টিউন করুন যেকোন অনলাইন রেডিও স্টেশন

আমরা যারা গ্রামে বা প্রত্যন্ত এলাকায় থাকি তাদের পাশাপাশি যারা বিদেশে থাকেন তারা সাধারন এফ.এম. রেডিও শোনার সুবিধা থেকেবঞ্চিত হন। একটি সফটওয়্যারের সাহায্যে ( ইন্সটল করা ছাড়াই ) আপনি ইন্টারনেটের মাধ্যমে রেডিও শুনতে পারবেন কম স্পীডেও। আমি ৮-৯ KB/s স্পীডেও কোন সমস্যা ছাড়া স্পস্ট শুনেছি।

radio

বাংলাদেশের রেডিও শোনার জন্যঃ

বাংলাদেশের রেডিওগুলো শোনার জন্য

১। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।

২। exe ফাইলটির উপর ক্লিক করলে নিচের ছবির মতো একটি উইন্ডো ওপেন হবে।

৩। রেডিওর লিস্ট থেকে যে রেডিও শুনতে চান সেই রেডিও সিলেক্ট করুন (আমি রেডিও গুনগুন সিলেক্ট করলাম) । এরপর connecting to media file.. দেখাবে ( চিত্রের মত )

৪। এরপর buffering শুরু হবে ( চিত্রে ২% দেখাচ্ছে )। ১০০% কমপ্লিট হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। ১০০% কমপ্লিট হয়ে গেলে রেডিও শুনতে পাবেন।

উপভোগ করুন বাংলাদেশী এফ.এম. রেডিও।

যে কোন রেডিও শোনার জন্যঃ

এই সফটওয়্যারের সাহায্যে আপনি যে কোন রেডিও শুনতে পারবেন । উপরের মত নিয়মেই চলবে, কিন্তু এখানে ইচ্ছা করলে আপনি চ্যানেলের সংখ্যা বাড়াতে কমাতে পারবেন। কিভাবে চ্যানেলের সংখ্যা বাড়াবেন তা নিচে দেওয়া হলোঃ

ফোল্ডারের ভেতরের নোটপ্যাডটি ওপেন করুন। এরপর যে ফরমাটে রেডিও এবং তার ঠিকানা দেওয়া আছে সেরকমভাবে সেখানে নতুন যে রেডিও যোগ করতে চান তার নাম এবং এড্রেস যোগ করতে পারেন। আর এত ঝামেলা না করতে চাইলে দরকার নাই। বাংলাদেশী রেডিও শোনার জন্য ১ম সফটওয়্যারটি ব্যবহার করবেন আর বিদেশী রেডিও শোনার জন্য ২য় টি। ব্যস। ঝামেলা শেষ। উপভোগ করুন রেডিও। :)