শনিবার, ৩ জুলাই, ২০১০

সহজেই ডুপলিকেট ফাইল ডিলিট করে হার্ডডিস্কে জায়গা সাশ্রয় করুন

অনেক সময় দেখা যায় একই ফাইলের কপি ভিন্ন ফোল্ডার অথবা ড্রাইভে থাকে। এতে করে হার্ডিস্কের মূল্যবান যায়গা নস্ট হয় অনেক সময় পিসি স্লো হয়ে যায়। আর যাদের হার্ডিস্কে যায়গা কম তাদের জন্য এটি মোটেও সুখকর নয়। ডুপলিকেট ফাইল খুঁজে বের ডিলিট করার জন্য বেশ কিছু ফ্রী সফটওয়্যার রয়েছে। তবে এগুলোর মধ্যে Easy Duplicate Finder যথেস্ট মানসম্মত এবং কার্যকর।

2010-06-05_035443

ফিচার সমূহঃ

ডুপলিকেট ফাইল খুঁজে পেতে এই সফটওয়্যার বাইনারি সিস্টেমে প্রতিটি বাইট চেক করে। স্ক্যান সেটিংস পরিবর্তন করে আপনি এই সার্চকে আরও কার্যকর করতে পারেন। নির্দিস্ট ফোল্ডার অথবা ড্রাইভে সার্চ করার সুযোগও এতে রয়েছে। এটি ইউনিকোড সাপোর্টেড এবং স্ক্যানের সময় সিস্টেম ফাইলগুলো সহজেই এড়িয়ে যায়।

2010-06-05_041342

System Requirements

  1. OS: Windows 2000/XP/Vista/Windows 7
  2. CPU: 400 MHz or higher
  3. RAM: 128 MB or more
  4. Hard Drive: 5 MB of free space

ডাউনলোড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন