শনিবার, ৩ জুলাই, ২০১০

পুরো অনলাইন জগতকে একসাথে পেতে চালু হল BDnet24.com

অনলাইনে বিভিন্ন প্রয়োজনীয় ওয়েবসাইট খুজে পেতে প্রায়ই আমাদের ঝামেলায় পড়তে হয়। আর তাই আপনার এই কাজকে সহজ করে দিতে বিভিন্ন প্রয়োজনীয় সাইটের লিংক নিয়ে চালু হল দারুন একটি ওয়েবসাইট। এখানে সোশ্যালনেটওর্য়াকিং সাইট, র্সাচ ইঞ্জিন, সর্বশেষ খবর, জরুরী ফোন নাম্বার, অনলাইনে আয়ের সব উপায়, ফ্রি নেট টু ফোন, ফ্রি এসএমএস, চাকরী, শেয়ার বাজার, ডাটা এন্ট্রি এর সব গুরুত্বপূর্ণ খবর ও লিংক একসাথে পাওয়া যাবে।

এছাড়াও www.bdnet24.com নামক এই সাইটে পাওয়া যাবে সকল বিশ্ব বিদ্যালয়, স্কলারশীপ, অনলাইন লাইভ টিভি, অনলাইন রেডিও, পত্রিকা, গান, সফটওয়্যার ও ইবুকের বিশাল কালেকশন।

এছাড়াও আছে কম্পিউটার টিপস, কম্পিউটার পণ্যের দাম দর, এন্টিভাইরাস এর বিভিন্ন তথ্য যা আপনার কাজে লাগার মত।

তাহরে আর দেরী কেন? এখনই ভিজিট করুন www.bdnet24.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন