শনিবার, ৩ জুলাই, ২০১০

একদম ফ্রীতে ৬০০ এর বেশি ম্যাগাজিন পড়ুন অনলাইনে

আমরা প্রায় সবাই বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়ি । তবে আজকাল কাগজের ম্যাগাজিনের যায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে অনলাইন ম্যাগাজিনগুলো । আর অনেক কাগজের ম্যাগাজিনেরও অনলাইন ভার্ষন রয়েছে । আজ এমন একটি ওয়েব সাইট নিয়ে লিখব, যেখানে প্রায় ৬০০ এর বেশি ম্যাগাজিন পড়া যাবে অনলাইনে । MaggWire নামক দারুন একটি সাইট আপনাকে এই সুবিধা দিচ্ছে । Pc World, Wired, Forbes, Fortune, WebUser, Money, InStyle এর মত প্রায় সব জনপ্রিয় ম্যাগাজিন এখানে রয়েছে ।

2009-12-04_060359

Businees and News, Technology, Sports, Entertainment, Food and Dining, LifeStyle ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিনগুলোর বিভিন্ন আর্টিকেল । এছাড়াও প্রতিটি ক্যাটাগরিতে রয়েছে আরো কিছু সাব ক্যাটাগরি ।

2009-12-04_055849

এখান থেকে যে কোন আর্টিকেলের হেডলাইনে ক্লিক করে এটি পড়া যাবে । আর তাই এখনি চলে যান MaggWire এ এবং খুঁজে নিন আপনার পছন্দের ম্যাগাজিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন